শিরোনাম

প্রকাশঃ ২০২০-১০-৩১ ১৯:৫৬:২১,   আপডেটঃ ২০২৪-১০-০৯ ২১:১৮:৩৮


সদর দক্ষিণে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সদর দক্ষিণে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৭ হাজার ৬৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মো. নজরুল ইসলাম (২৮) কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার নোয়াগ্রাম গ্রামের মো: আবদুল হাকিমের ছেলে। 

শনিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে কুমিল্লার র‌্যাব-১১, সিপসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব তথ্যটি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ কুমিল্লা শহরের  বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে কুমিল্লার সদর দক্ষিণ থানায় মামলা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।





www.a2sys.co

আরো পড়ুন