শিরোনাম

প্রকাশঃ ২০২১-১২-১০ ১৭:৫১:৩২,   আপডেটঃ ২০২৩-০৯-২৯ ০৭:৩৪:২৮


নাঙ্গলকোটে আ'লীগ প্রার্থীর সমর্থকদের হামলায় যুবক নিহত, আহত-১৪

নাঙ্গলকোটে আ'লীগ প্রার্থীর সমর্থকদের হামলায় যুবক নিহত, আহত-১৪

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী এম এ হামিদের নির্বাচনী পথ সভার হামলায় শাকিল হোসেন(২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় আরো ১৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে। 

নিহত শাকিল আশারকোটা গ্রামের আবুল খায়েরের ছেলে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

জানা যায়, উপজেলার পেরিয়া ইউনিয়নের মাধবপুর গ্রামে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান এম এ হামিদের পথ সভা চলাকালে বুধবার রাতে আ’লীগ প্রার্থী হুমায়ুন কবির মজুমদারের সমর্থকদের ২০-৩০ জনের একটি দল হামলা চালায়। হামলায় বিদ্রোহী প্রার্থী এম এ হামিদের ১৫ সমর্থক আহত হন, আহতদের মধ্যে শাকিল, ইউনিয়নের জোড়পুকুরীয়া গ্রামের প্রবাসী মোহাম্মদ ফরিদ ও ফরহাদ হোসেনকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত শাকিল হোসেনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বৃহস্পতিবার রাতে সেখানেই তার মৃত্যু হয়।

নিহত শাকিল ঢাকায় ফুলকলি নামে একটি বেকারীতে কাজ করতেন। ৪ ভাই বোনের মধ্যে শাকিল সবার ছোট বলে। তার ১ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। 

চেয়ারম্যান প্রার্থী এম এ হামিদ বলেন, পেরিয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির মজুমদার তার লোকজনসহ হামলা করে আমার ১৫জন সমর্থককে আহত করে। এদের মধ্যে শাকিল হোসেন ঢাকা মেডিকেলে মারা যায়। আমি এ ঘটনায় হত্যাকারীদের ফাঁসির দাবী করছি।

এই বিষয়ে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির মজুমদার বলেন, শুনেছি বুধবার ঝামেলা হইছে ওই ঝামেলায় রাতে একটা ছেলে মারা গেছে। তবে হামলার বিষয়ে কিছুই জানিনা। 

এ ব্যাপারে নাঙ্গলকোট থানা ওসি ফারুক হোসেন বলেন, আমি শুনেছি একটা ছেলে মারা গেছে। তবে এখনো কোন অভিযোগ পাইনি।



www.a2sys.co

আরো পড়ুন