শিরোনাম

প্রকাশঃ ২০২১-১২-১৬ ২১:০৭:৫১,   আপডেটঃ ২০২৪-০৪-১৭ ০৬:১২:৪৫


বিজয়ের দিনে স্পাইস টিভির পরীক্ষামূলক সম্প্রচার শুরু

বিজয়ের দিনে স্পাইস টিভির পরীক্ষামূলক সম্প্রচার শুরু

নিজস্ব প্রতিবেদক

নির্মাণ পর্ব দিয়ে যাত্রা শুরু করল বেসরকারি স্যাটেলাইট চ্যানেল ‘স্পাইস টেলিভিশন’। আজ দুপুর ২টায় চ্যানেলটির পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয়।

আজ বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন স্পাইস টেলিভিশনের এডিটর ইন চিফ তুষার আবদুল্লাহ। তিনি বলেন, ‘সম্প্রচার শুরু হয়েছে। এটিকে আমরা বলছি নির্মাণ পর্ব।’

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে তুষার আবদুল্লাহ লেখেন, ‘নির্মাণ পর্ব শুরু হয়েছিল একাত্তরে। বিজয়ের সেই যাত্রা ৫০ এর মাইলফলকে পৌঁছেছে। এক বিজয় নতুন বিজয়ের পথচিত্র এঁকে দেয়। বঙ্গবন্ধুর নেতৃত্বে একাত্তর যে স্বপ্ন দেখেছিল, ২০২১ এ পৌঁছে বাংলাদেশ সেই স্বপ্নের পূর্ণতার দিকে হাঁটছে।’

ফেসবুকে তুষার আবদুল্লাহ আরও লেখেন, ‘সামনের মাইলফলক অর্থনৈতিক মুক্তি। আমরা যারা একাত্তর পরবর্তী প্রজন্ম, তারা অসাম্প্রদায়িক, সাম্য ও অর্থনৈতিক মুক্তির লড়াইয়ের সৈনিক। আমরা লড়াইয়ে আছি বাংলাদেশের অর্থনৈতিক সচ্ছলতা, বাঙালি সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের আদর্শিক অবস্থান উপস্থাপনে। সেই লড়াইয়ের অংশ হিসেবেই বিজয়ের ৫০ এ শুরু হলো এক নতুন নির্মাণ পর্বের।

তুষার আবদুল্লাহ লেখেন, ‘আমরা প্রথমবারের মতো বাংলাদেশে অর্থ সংবাদভিত্তিক টেলিভিশন উপহার দিতে যাচ্ছি দর্শকদের। তৃণমূলের উদ্যোক্তা থেকে শুরু করে দেশ বিদেশের বৃহৎ বিনিয়োগকারীর উদ্যোগ, সাফল্যের পাশাপাশি থাকছে ক্রেতার চাহিদা ও অধিকারের কথাও।’

‘বিজয়ের দিন দুপুর ২টায় এই নির্মাণ যাত্রার সঙ্গে যুক্ত হওয়ার নিমন্ত্রণ রইল। এই নির্মাণ পর্বে পৌঁছাতে যাদের ভালোবাসাযুক্ত সহযোগিতা পেয়ে আসছি, তাদের প্রতি রইল কৃতজ্ঞতা। প্রিয় দর্শক ও শুভাকাঙ্ক্ষী আপনার ক্যাবল অপারেটরকে অনুরোধ করুন এই নির্মাণ পর্বে আপনাকে যুক্ত করতে। জয়তু বাংলাদেশ।’



www.a2sys.co

আরো পড়ুন