শিরোনাম

প্রকাশঃ ২০২২-০২-২৬ ২০:৫২:১৫,   আপডেটঃ ২০২৩-০৯-২৯ ০৭:৩৫:৪৮


কুমিল্লায় করোনা শনাক্ত ৫ শতাংশের নিচে

কুমিল্লায় করোনা শনাক্ত ৫ শতাংশের নিচে

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৩ দশমিক ৪ শতাংশ। ২৫ ফেব্রুয়ারি বিকেল থেকে ২৬ ফেব্রুয়ারি বিকেল পর্যন্ত ১৪৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনা শনাক্ত হয়েছে ৫ জনের। এছাড়াও করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। 

কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত কুমিল্লা সিটি দুই জন, চান্দিনা দুই জন, দেবিদ্বার এক জন। সুস্থ হয়েছেন কুমিল্লা সিটি ২০জন, লাকসাম ৩০ জন, নাঙ্গলকোট ১০জন। জেলায় এখন পর্যন্ত ৪৩ হাজার ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট সুস্থ হয়েছেন ৪০ হাজার ৮২জন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৮০জন। 

জানা গেছে গত ২৪ ফেব্রুয়ারি বিকেল থেকে ২৫ ফেব্রুয়ারি বিকেল পর্যন্ত করোনা শনাক্ত হয়েছিল ৭ দশমিক ৫ শতাংশ। এক  দিনের ব্যবধানে শনাক্ত কমেছে ৪ দশমিক ১শতাংশ।

কুমিল্লা জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসেন বলেন, কুমিল্লার সংক্রমন কমে বর্তমানে তিন শতাংশ। আমরা ধারণা করছি খুব শীঘ্রই শূন্যের কোঠায় আসবে। এছাড়া আমরা সরকারি নির্দেশনা অনুযায়ী জেলাকে শতভাগ টিকার আওতায় আনার জন্য কাজ করে যাচ্ছি।




www.a2sys.co

আরো পড়ুন