শিরোনাম

প্রকাশঃ ২০২২-০৩-০৪ ২১:০৫:২৯,   আপডেটঃ ২০২৩-০৯-২৯ ০৭:৩৫:৫২


ফেনসিডিলসহ ইউপি চেয়ারম্যানের সহকারী ও পরিষদের আইটি উদ্যোক্তা গ্রেফতার

ফেনসিডিলসহ ইউপি চেয়ারম্যানের সহকারী  ও পরিষদের আইটি উদ্যোক্তা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান হিরণের ব্যক্তিগত সহকারী ও নাথেরপেটুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন সুমনকে ফেনসিডিল সহ আটক করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তার সাথে থাকা উত্তরহাওলা ইউনিয়ন পরিষদের আইটি উদ্যোক্তা আব্দুল হালিম সহ আরো ২জনকে আটক করা হয়। বৃহস্পতিবার (৩ মার্চ) রাত সাড়ে দশটার দিকে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার বিশ্বরোডের চাঁদপুরগামী রোডের মাথার ফুট ওভার ব্রিজের নিচ থেকে তাদের আটক করে পুলিশ। 

গ্রেফতারকৃত আসামীরা হলেন, চেয়ারম্যান হিরণের ব্যক্তিগত সহকারী ও নাথেরপেটুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন প্রকাশ সুমন (৩২), উত্তরহাওলা ইউনিয়ন পরিষদের আইটি উদ্যোক্তা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আব্দুল হালিম (৩৩) এবং তাদের দু’জনের সহযোগী শাহাব উদ্দিন (৩৮) ও মোঃ শামীম (৩৫)। তারা প্রত্যেকে একই এলাকার বাসিন্দা।

গোয়েন্দা পুলিশের কুমিল্লা জেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যজিৎ বড়ুয়া বলেন, ‘৩ মার্চ বৃহস্পতিবার রাতে আমরা মাদকসহ ৪ জনকে আটক করি এবং পরদিন শুক্রবার আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করি।’

এদিকে স্থানীয় সূত্র জানায়, ইতোপূর্বে বিতর্কিত কর্মকান্ডের জন্য আব্দুল হান্নান হিরণ বেশ কয়েকবার সমালোচিত হয়েছেন। তার ব্যক্তিগত সহকারী হিসেবে নাথেরপেটুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন (সুমন) গত কয়েক বছর ধরে এলাকায় বিভিন্ন ধরণের বিতর্কিত কর্মকান্ড চালিয়ে আসছে। সুমন নাথেরপেটুয়া ইউনিয়নের আলোকদিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। একই অভিযানে তার সাথে গ্রেফতারকৃত আব্দুল হালিম উত্তরহাওলা ইউনিয়নের বরল্লা গ্রামের সোলাইমানের ছেলে, শাহাবুদ্দিন একই গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে এবং শামীম মৃত আবুল কালামের ছেলে। চেয়ারম্যান হিরণের প্রত্যক্ষ-পরোক্ষ সহযোগিতায় তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকবিক্রিসহ বিভিন্ন ধরণের অপকর্ম চালিয়ে আসছে বলে স্থানীয় সূত্র জানায়।

এ বিষয়ে উত্তর হাওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান হিরণের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘তারা আমার এলাকার বাসিন্দা। তবে তাদেরকে আমি ভালো করে চিনিনা।’

এদিকে রাতে কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুদ্দিন আহমেদ পাপ্পু  বলেন, বিষয়টি জানতে পেরে বিকাল ৪টার দিকে মনোহরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে এ বিষয়ে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। তারা ব্যবস্থা না নিলে সংগঠনের জেলা পর্যায় থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।



www.a2sys.co

আরো পড়ুন