শিরোনাম

প্রকাশঃ ২০২২-০৩-১৭ ১৮:১৮:০৬,   আপডেটঃ ২০২৩-১১-২৫ ১৭:৪৫:১৪


বঙ্গবন্ধুর জন্মদিনে ১০২ পাউন্ডের কেক কাটলেন এমপি সীমা!

বঙ্গবন্ধুর জন্মদিনে ১০২ পাউন্ডের কেক কাটলেন এমপি সীমা!

নিজস্ব প্রতিবেদক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার কুমিল্লা নগরীর মডার্ণ কমিউনিটি সেন্টারে কুমিল্লার নারী সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আঞ্জুমান সুলতানা সীমার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে জাতির জনকের ১০২ জন্মবার্ষিকী উপলক্ষে ১০২ পাউন্ডের কেক কেটে জন্মদিন পালন করেন। 

কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, নারী সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আঞ্জুমান সুলতানা সীমা। 

বক্তব্যে তিনি বলেন, উন্নয়নের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঠিক দিক নির্দেশনা বীর মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীনতা লাভ করে। ক্ষুধা-দারিদ্র্যমুক্ত একটি উন্নতরাষ্ট্র বিনির্মাণে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছেন তারই কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করে যাচ্ছেন। এছাড়া করোনা মোকাবেলায়ও এই আওয়ামী লীগ সরকারের ভূমিকা উল্লেখ জনক বলে মন্তব্য করে তিনি সবাইকে সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন,  মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ওমর ফারুক, মহানগর আওয়ামী লীগ নেতা কুমিল্লা চেম্বার অব কমার্সের সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটি সদস্য মাসুদ পারভেজ খান ইমরান সিআইপিসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ,জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।

অনুষ্ঠানের শেষে  দোয়া ও মোনাজাতের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনা করেন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন ।

এরআগে সকাল ৯টা কুমিল্লার নগর উদ্যান বঙ্গবন্ধু মূরালে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ১০টা ঐতিহাসিক টাউন হল মাঠে , মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ ও সুবর্ণজয়ন্তী র‍্যালি শুভ উদ্বোধন করেন এমপি সীমা  । 



www.a2sys.co

আরো পড়ুন