শিরোনাম

প্রকাশঃ ২০২২-০৪-১৬ ২০:৫৪:০৫,   আপডেটঃ ২০২৪-১০-০৯ ০৩:১৩:৪০


অধ্যক্ষ আফজাল খান পরিবারের ইফতার পার্টিতে কুমিল্লার আ'লীগের নেতৃবৃন্দসহ ১০ হাজার মানুষ

অধ্যক্ষ আফজাল খান পরিবারের ইফতার পার্টিতে কুমিল্লার আ'লীগের নেতৃবৃন্দসহ ১০ হাজার মানুষ

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার বর্ষীয়ান রাজনীতিবিদ অধ্যক্ষ আফজাল খান ফাউন্ডেশনের ইফতার মাহফিলে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল ও আওয়ামী লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। প্রায় ১০ হাজার মানুষের জন্য আয়োজিত এই ইফতার পার্টিতে কুমিল্লা মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছাড়াও আফজল খান পরিবারের আহবানে সাড়া দিয়ে অংশ নিয়েছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এতে আয়োজনস্থল কানায় কানায় পূর্ণ হয়ে উঠে। 

শনিবার কুমিল্লা নগরীর মডার্ণ কমিউনিটি সেন্টারে এই ইফতার মাহফিলের আয়োজন করেন অধ্যক্ষ আফজাল খান পরিবার। 

ইফতার মাহফিলে উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ আফজাল খানের কণ্যা নারী সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আঞ্জুম সুলতানা সীমা, ছেলে এফবিসিসিআইয়ের পরিচালক মাসুদ পারভেজ খান ইমরান, কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ্ব মো: ওমর ফারুক, কুমিল্লার প্রভাবশালী আওয়ামী লীগ নেতা সফিকুল ইসলাম শিকদার, জেলা শ্রমিক লীগের সভাপতি মনির হোসেন ঝান্টু, সাবেক জিএস জাকির হোসেন, সাবেক ভিপি নুর উর রহমান মাহমুদ তানিম, কুমিল্লা দোকান মালিক সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব শাহ মো: আলমগীর খান, শিক্ষাবিদ অধ্যক্ষ সফিকুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এড. আনিসুর রহমান মিঠু,  কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম হৃদয়, আইনজীবী এডভোকেট গোলাম ফারুক, আইনজীবী মাসুদ সালাউদ্দিন, জেলা আওয়ামী লীগ নেতা পার্থ সারথী দত্ত, আলী আকবর, রুপম মজুমদার প্রমুখ।

ইফতার মাহফিলে অন্তত ১০ হাজার মানুষ অংশ নেন বলে অধ্যক্ষ আফজল খান ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে। মাহফিল পূর্ব রাখা বক্তব্যে এফবিসিসিআইয়ের পরিচালক মাসুদ পারভেজ খান ইমরান বলেন, কুমিল্লার মানুষ পরিবর্তন চায়। লুটেরাদের আর দেখতে চায় না। রাজাকারপুত্র মুক্ত কুমিল্লা সিটি করপোরেশন চায়। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে লুটেরা ও রাজাকারপুত্র মুক্ত কুমিল্লা গড়তে কাজ করতে হবে।



www.a2sys.co

আরো পড়ুন