শিরোনাম

প্রকাশঃ ২০২২-০৪-২৪ ২০:১৫:০৪,   আপডেটঃ ২০২৪-১০-০৯ ২০:১৭:০৪


নাঙ্গলকোটে এতেকাফে নামাজরত অবস্থায় বৃদ্ধের মৃত্যু

নাঙ্গলকোটে এতেকাফে নামাজরত অবস্থায় বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার লাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়নের রুদ্রচুমা গ্রামের এতেকাফরত আলহাজ্ব আব্দুল খালেক নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি রুদ্রচুমা এলাকার বাসিন্দা। রবিবার (২৪ এপ্রিল) দুপুরে জোহরের নামাজের জন্য দাঁড়ালে তিনি রুদ্রচুমা জামে মসজিদে তিনি মারা যান। 

পেরিয়া ইউপি চেয়ারম্যান এম এ হামিদ বলেন, আব্দুল খালেক ওই গ্রামের দুবাই প্রবাসী আব্দুল্লাহ আল মামুনের বাবা। তিনি গত শুক্রবার সন্ধ্যায় রুদ্রচুমা জামে মসজিদে ১০দিনের জন্য এতেকাফে যান। রবিবার দুপুরে জোহরের নামাজের অজু করে এসে নামাজের জন্য দাঁড়াবেন এমন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মসজিদেই মারা যান। আব্দুল খালেক খুবই ভালো মানুষ ছিলেন।



www.a2sys.co

আরো পড়ুন