শিরোনাম

প্রকাশঃ ২০২২-০৫-০২ ১৪:৩০:২৭,   আপডেটঃ ২০২৩-০৯-২৩ ২৩:৪৪:২২


'সাংবাদিক নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিতের আশ্বাস'

'সাংবাদিক নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিতের আশ্বাস'

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকার কুমিল্লার বুড়িচংয়ে মাদক সন্ত্রাসীদের গুলিতে নিহত সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈম হত্যায় জড়িত আসামিদের বিচারের আশ্বাস দিয়েছেন পুলিশ। 

সোমবার সকাল ১১টায় ঈদ উপহার নিয়ে সদ্য প্রয়াত সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈমের বাড়িতে গিয়ে তার মা-বাবা ও শোকাহত পরিবারের সদস্যদের এ আশ্বাস দেয় পুলিশ।  

নাঈমের গ্রামের বাড়ি জেলার ব্রাহ্মণপাড়ার আলুয়ায় কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদের পক্ষে  ঈদ উপহার নিয়ে যায় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সোহান সরকার।

এসময় সোহান সরকার নাঈমের অসুস্থ পিতা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোশাররফ হোসেনের স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং নাঈমের মাকে শান্তনা দেন। এমনকি সুবিচার নিশ্চিতের বিষয়ে আশ্বস্ত করেন। পরে জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ (পিপিএম) এর পক্ষ থেকে নাঈম এর বাবা মায়ের হাতে ঈদ মোবারক তুলে দেন।

এসময় তিনি বলেন, "পেশাগত দায়িত্ব পালনকালে বুড়িচংয়ের রাজাপুর ইউপি'র হায়দ্রাবাদ এলাকায় সীমান্তের মাদক কারবারি ও সন্ত্রাসীদের গুলিতে নিহত সাংবাদিক নাঈম হত্যাকান্ডের ঘটনায় জড়িত প্রধান আসামী রাজু ইতিমধ্যেই বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। এঘটনায় জড়িত আরো ৪আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকান্ডের সাথে জড়িত সকলকে গ্রেফতারে কাজ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না"

এসময় মামলার তদন্ত কর্মকর্তা বুড়িচং থানা পুলিশের উপ-পরিদর্শক শরিফ রহমান, উপ-পরিদর্শক (ডিএসবি) নকুল কুমার সহ অন্যান্য পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, গত ১৩ এপ্রিল রাত আনুমানিক পৌনে ১০টায় মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকায় গুলি করে হত্যা করা হয় সাংবাদিক মহিউদ্দিনকে। 

কুমিল্লার বুড়িচংয়ে গুলিতে নিহত সাংবাদিক মহিউদ্দিন ওরফে নাঈম সরকারের (২৮) খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়ে সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকগণ। 

মহিউদ্দিন ওরফে নাঈম সরকার কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া গ্রামের মোশাররফ হোসেনের ছেলে। তিনি  অনলাইন পোর্টাল বাংলাদেশ রয়টার্স, খবর প্লাস বিডি এবং কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক কুমিল্লার ডাক পত্রিকার নিজস্ব প্রতিবেদক ছিলেন। এর আগে তিনি দীর্ঘদিন আনন্দ টেলিভিশনের ব্রাহ্মণপাড়া-বুড়িচং প্রতিনিধি ছিলেন। ঘটনার পরদিন বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় গ্রামের বাড়িতে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মাদক কারবারিদের গুলিতে সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈম হত্যাকান্ডের ঘটানায় সারাদেশের সাংবাদিকরা ক্ষোভে ফুসে ওঠে। বিভিন্ন সাংবাদিক সংগঠন বিক্ষোভ প্রতিবাদ ও মানববন্ধন শুরু করে দেশজুড়ে, ব্যপক আলোচনা সমালোচনার ঝড় ওঠে। হত্যান্ডের তিন দিন পর ১৭এপ্রিল রাত আনুমানিক ২টায় ভারতে পালিয়ে যাওয়ার সময় কুমিল্লা সদরের ভারত সীমান্তের গোলাবাড়ি এলাকায় র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয় হত্যা মামলার প্রধান  আসামী মাদক কারবারি রাজু। এসময় এক র‌্যাব সদস্য ও আহত হন বলে জানা যায়।



www.a2sys.co

আরো পড়ুন