শিরোনাম

প্রকাশঃ ২০২২-১০-১১ ১৭:৫৬:১৩,   আপডেটঃ ২০২৪-০৫-০৮ ১৪:৪৮:১৫


কুমিল্লার চৌদ্দগ্রামে স্কুল দফতরির খাটের নিচে আগ্নেয়াস্ত্র

কুমিল্লার চৌদ্দগ্রামে স্কুল দফতরির খাটের নিচে আগ্নেয়াস্ত্র

নিজস্ব প্রতিবেদক 

কুমিল্লার চৌদ্দগ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক দফতরির খাটের নিচে আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে চৌদ্দগ্রামের গুণবতী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তাকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করে চৌদ্দগ্রাম থানা পুলিশ। এসময় তার কাছ থেকে পাইপগান ও ৬টি লোহার পাইপ উদ্ধার করা হয়। দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা।

গ্রেফতার দফতরির নাম এনামুল হক। তিনি গুণবতী ইউনিয়নের চাপাচৌ গ্রামের ইউসুফ আলীর ছেলে।

ওসি শুভ রঞ্জন বলেন, পুলিশের কাছে তথ্য ছিল এনামুলের থাকার কক্ষে দেশীয় বেশকিছু অস্ত্র রয়েছে। পরে স্কুল ভবনের দ্বিতীয় তলার বিল্ডিং ঘরে এনামুল হকের থাকার কক্ষের খাটের নিচ থেকে একটি দেশীয় পাইপগান ও ৬টি লম্বা লোহার পাইপ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে।



www.a2sys.co

আরো পড়ুন