শিরোনাম

প্রকাশঃ ২০২৩-০৮-০৮ ২১:৪৪:০৮,   আপডেটঃ ২০২৪-০৫-১৫ ১৭:০৯:২০


শেষ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

শেষ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক 

বঙ্গবন্ধুর সকল লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যের প্রেরণাদায়ী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লা আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার সন্ধ্যায় নগরীর মডার্ণ কমিউনিটি সেন্টারে  জাতীয় সংসদের প্যানেল স্পিকার ও নারী সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমার উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বক্তব্যে এমপি সীমা বলেছেন, বাঙালি জাতি রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামের প্রতিটি ধাপে ধাপে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা এর অবদান রয়েছে। আর সেটা বঙ্গবন্ধুর সহধর্মিণী হিসেবে নয়, একজন দক্ষ সংগঠক হিসেবে। যিনি ধূপের মতো নিজেকে বিলিয়ে দিয়ে বাঙালির মুক্তির সংগ্রামে ভূমিকা রেখেছেন এবং বঙ্গবন্ধুকে হিমালয়সম আসনে অধিষ্ঠিত করেছেন।

অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সদস্য জাকির হোসেন, কুমিল্লা জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি মনির হোসেন ঝান্টু,  কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মোঃ আবু তাহের ও কুমিল্লা শহর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খাদেম মোহাম্মদ ফিরোজসহ কুমিল্লা মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। 




www.a2sys.co

আরো পড়ুন