শিরোনাম

প্রকাশঃ ২০২৩-০৮-১৫ ১৯:২৩:৫১,   আপডেটঃ ২০২৪-১০-০৯ ২১:২৭:২৩


কুমিল্লায় জাতীয় শোক দিবস পালনে মিলাদ, দোয়া ও আলোচনা সভা

কুমিল্লায় জাতীয় শোক দিবস পালনে মিলাদ, দোয়া ও আলোচনা সভা

১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার কুমিল্লা নগরীর নজরুল এভিনিউ এলাকায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রায় ৫ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক ও মহানগর আওয়ামী লীগ নেতা সফিকুল ইসলাম সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখে জাতীয় সংসদের প্যানেল স্পিকার ও সংরক্ষিত নারী সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা। এসময় আরও বক্তব্য রাখেন, বি এম এ কুমিল্লার সাবেক সভাপতি ডা: মোসলেহউদ্দিন, দক্ষিণ জেলা আওয়ামিলীগের উপদেষ্টা এডভোকেট গোলাম ফারুক, এডভোকেট মাসুদ সালাউদ্দিন, দক্ষিণ জেলা শ্রমিক লীগের আহবায়ক মনির হোসেন ঝান্টু, মহানগর আওয়ামিলীগ নেতা জাকির হোসেন, এডভোকেট আনিসুর রহমান মিঠু, এফ বি সি সি আইয়ের পরিচালক ডা:আজম খান নোমান, আবু তাহের,জাহাঙ্গীর আলম,এডভোকেট আনোয়ার হোসেন, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রহমান, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক মুন্না, মহানগর যুবলীগ নেতা মাসুদুল ইসলাম বাবু,মহানগর মহিলা আওয়ামিলীগের সভাপতি মিতা সিকদার, সাধারণ সম্পাদক আইরিন আহমেদ, দক্ষিণ জেলা কৃষকলীগের সভাপতি বাবু নির্মল পাল,সাধারণ সম্পাদক লুৎফুর বারী চৌধুরী হীরু,মহানগর আওয়ামিলীগ নেতা তফাজ্জল হোসেন, জেলা হিন্দু বোদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সেক্রেটারি অধ্যক্ষ তাপস বকসী, মহানগর আওয়ামীলীগ নেতা জহির উদ্দিন ভুলু,মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা জসিম খান,মহানগর যুবলীগ নেতা গোলাম মোস্তফা শরীফ, মহানগর ছাত্রলীগ নেতা রায়হান খান প্রমুখ।

সভা পরিচালনা করেন কুমিল্লা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু হানিফ।



www.a2sys.co

আরো পড়ুন