শিরোনাম

প্রকাশঃ ২০২৩-১১-৩০ ১১:৪১:৩০,   আপডেটঃ ২০২৪-০৫-১৫ ১৯:০৯:৪৪


মনোনয়নপত্র জমা দিলেন এমপি সীমা, প্রত্যাশা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন

মনোনয়নপত্র জমা দিলেন এমপি সীমা, প্রত্যাশা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন

নিজস্ব প্রতিবেদক

মনোনয়নপত্র জমা দিয়েছেন কুমিল্লার বর্ষীয়ান রাজনীতিবিদ প্রয়াত আফজল খানের কন্যা জাতীয় সংসদের প্যানেল স্পিকার আঞ্জুম সুলতানা সীমা এমপি। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তা খন্দকার মু. মুশফিকুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। 

এর আগে মঙ্গলবার কুমিল্লা -৬ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেন সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা। এরপর বুধবার (২৯ নভেম্বর) তার পক্ষে কুমিল্লা জেলাপ্রশাসক কার্যালয় থেকে মনোনয়ন ফরম ক্রয় করেন তার সমর্থীত নেতাকর্মীরা।

বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের এমপি সীমা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠের পরিবেশ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে সেই প্রত্যাশা করেন তিনি। 

মনোনয়ন দাখিলের সময় উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সফিকুল ইসলাম শিকদার, দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এডভোকেট গোলাম ফারুক, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এড.আনিছুর রহমান মিঠু, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন, চেম্বার অব কমার্সের চেয়ারম্যান ডা. আজম খান নোমানসহ নেতাকর্মীরা।



www.a2sys.co

আরো পড়ুন