শিরোনাম

প্রকাশঃ ২০২২-০১-০২ ১৯:৫২:২৭,   আপডেটঃ ২০২৪-০৪-১৮ ১৬:১৪:৪৯


চান্দিনায় ১১ ইউনিয়নে নৌকার প্রতিপক্ষ দলের ২২ বিদ্রোহী প্রার্থী

চান্দিনায় ১১ ইউনিয়নে নৌকার  প্রতিপক্ষ দলের ২২ বিদ্রোহী প্রার্থী

নিজস্ব প্রতিবেদক

পঞ্চম ধাপে আগামি ৫ জানুয়ারি কুমিল্লার চান্দিনা উপজেলার ১২ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সামনে রেখে এ উপজেলায় এখন চলছে শেষ সময়ের প্রচারণা। 

কিন্তু ১১টি ইউনিয়নেই আওয়ামী লীগের (নৌকা) প্রতিপক্ষ হিসেবে নির্বাচনী মাঠে রয়েছেন দলের মনোনয়ন বঞ্চিত ২২ প্রার্থী। তাই দলের উপজেলা থেকে ইউনিয়ন পর্যন্ত নেতাকর্মীরা এ নিয়ে রয়েছেন দু’টানায়। একক প্রার্থী হিসেবে সমঝোতার চেষ্টা করা হলেও বিদ্রোহীরা মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এরই মধ্যে উপজেলা আওয়ামী লীগের জরুরী সভায় বিদ্রোহীদের দল থেকে বহিস্কার করতে গত ১ জানুয়ারি দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট চান্দিনা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তালিকাসহ চিঠি প্রেরণ করা হয়েছে। দলের তৃণমুলের অভিমত প্রতিটি ইউনিয়নে একক প্রার্থী থাকলে প্রতিটি ইউনিয়নেই নৌকার নিশ্চিত বিজয় হতো। 

দলের সভানেত্রী বরাবর পাঠানো বিদ্রোহী প্রার্থীদের তালিকাযুক্ত সূত্রে জানা যায়, উপজেলার ১নং শুহিলপুর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইমাম হোসেন সরকার। এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন আবু বকর ছিদ্দিক (আনারস), রফিজ উদ্দিন (চশমা), কামাল সরকার (ঘোড়া), জোনাঈদ ভূঁইয়া বাবু (টেলিফোন)। ২নং বাতাঘাসী ইউনিয়নে নৌকার প্রার্থী খোরশেদ আলম। এখানে দলের বিদ্রোহী প্রার্থী আ ন ম কামরুজ্জামান ভূঁইয়া (আনারস)। ৩নং মাধাইয়া ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী মজিবুর রহমান। এখানে দলের বিদ্রোহী প্রার্থী অহিদ উল্লাহ (আনারস)। ৫নং কেরণখাল ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী হারুন অর-রশিদ। বিদ্রোহী প্রার্থী সুমন ভূঁইয়া (আনারস) ও মো. সামছুল আলম (মোটর সাইকেল)। ৬নং বাড়েরা ইউনিয়নে নৌকার প্রার্থী মো. খোরশেদ আলম। বিদ্রোহী প্রার্থী আহসান হাবীব ভূঁইয়া (আনারস)। ৭নং এতবারপুর ইউনিয়নে নৌকার প্রার্থী একেএম মামুনুর রশিদ। বিদ্রোহী প্রার্থী আবুল কাশেম (ঘোড়া), মো. ইউসুফ (আনারস) সহিদুল ইসলাম সিকদার (মোটর সাইকেল)। ৮নং বরকইট ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী আবুল হাসেম। বিদ্রোহী প্রার্থী আবুল কালাম আজাদ (টেবিল ফ্যান), মো. আবুল বাশার (আনারস), (টেলিফেন), মো. সেলিম (সিএনজি)। ৯নং মাইজখার ইউনিয়নে নৌকার প্রার্থী মো. জামাল উদ্দীন। বিদ্রোহী প্রার্থী শাহ সেলিম প্রধান (আনারস)। ১০নং গল্লাই ইউনিয়নে নৌকার প্রার্থী আতাউর রহমান গণি। বিদ্রোহী প্রার্থী ফজলুল করিম (চশমা), নজরুল ইসলাম (আনারস)। ১১নং দোল্লাই নবাবপুর ইউনিয়নে নৌকার প্রার্থী মো. সাহাব উদ্দিন। বিদ্রোহী প্রার্থী আয়েত আলী মেম্বার (ঘোড়া), শাহজালাল হোসেন মোল্লা (আনারস)। ১৩নং জোয়াগ ইউনিয়নে নৌকার প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল আউয়াল খান। বিদ্রোহী প্রার্থী শাহেন শাহ মিঞা (আনারস)। 

নাম প্রকাশে অনিচ্ছুক দলের একাধিক নেতা জানান, এখন যারা মাঠে বিদ্রোহী হিসেবে রয়েছেন তাদের অধিকাংশকে নৌকার মনোনয়ন দিতে স্থানীয় সাংসদ ডা. অধ্যাপক প্রাণ গোপাল দত্ত তাঁর প্যাডে প্রধানমন্ত্রীর নিকট ডিও দিয়েছিলেন। যারা নৌকা পাননি তিনি (এমপি) ইচ্ছে করলে বিদ্রোহীদের সমঝোতায় আনতে পারতেন।

এ বিষয়ে রোববার বিকালে চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.মুনতাকিম আশরাফ টিটু বলেন, প্রতিটি ইউনিয়নেই নৌকার প্রতিপক্ষ দলের বিদ্রোহীদের সাথে সমঝোতা করতে চেষ্টা করা হয়। কিন্তু তা না হওয়ায় গত ২২ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের এক জরুরী সভায় দলের গঠনতন্ত্র অনুসারে বিদ্রোহী প্রার্থীদের সকল পদ থেকে বহিস্কারের প্রস্তাবনা নিয়ে গৃহীত সিদ্ধান্ত গত ১ জানুয়ারি দলের সভানেত্রী ওপ্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট পাঠানো রয়েছে। এ বিষয়ে কেন্দ্রই চুড়ান্ত সিদ্ধান্ত নেবে। 



www.a2sys.co

আরো পড়ুন